default-image

খুলনা বিভাগে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা আগের ২৪ ঘণ্টার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি। এই সময়ে করোনায় সংক্রমিত সাতজন মারা গেছেন।

এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৭। বিভাগে এ পর্যন্ত ৩০ হাজার ৯৮৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ হাজার ৬০১ জন। বিভাগে করোনায় সংক্রমিত হয়ে বাড়িতে ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ২ হাজার ৮১৫ জন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় রয়েছেন ৪৬ জন (এর মধ্যে শহরে ৩৯ জন), কুষ্টিয়ায় ১৮, যশোরে ৫২, চুয়াডাঙ্গায় ১, ঝিনাইদহে ৯, সাতক্ষীরায় ৫, বাগেরহাটে ২২, মাগুরা ও নড়াইলে ৮ জন করে এবং মেহেরপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ দিনে খুলনা বিভাগে ১ হাজার ৫৬০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছেন ১৫৬ জন। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ২ জন মারা গেছেন। এ ছাড়া চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, নড়াইল ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৭ জন মারা গেছেন। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৪৬ জন, কুষ্টিয়ায় ১০৭, যশোরে ৭২, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ৫০ জন করে, সাতক্ষীরায় ৪৪, বাগেরহাটে ৩৩, নড়াইলে ২৪, মাগুরা ২৩ জন এবং মেহেরপুরে ১৮ জন মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮৩ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে করোনায় সংক্রমিতের সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। ৫ অক্টোবর শনাক্তের সংখ্যা ২২ হাজার, চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, ৯ এপ্রিল ২৮ হাজার, ১৫ এপ্রিল ২৯ হাজার এবং ২১ এপ্রিল শনাক্তের সংখ্যা ৩০ হাজার ছাড়ায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জেলা হিসেবে এ পর্যন্ত সর্বোচ্চ ৮ হাজার ৯৯২ জন রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৮৫৭, যশোরে ৬ হাজার ২৭১, ঝিনাইদহে ২ হাজার ৭৪৬, কুষ্টিয়ায় ৪ হাজার ৫৯২, মাগুরায় ১ হাজার ২১২, মেহেরপুরে ৮৯৮, নড়াইলে ১ হাজার ৭৯৭ ও সাতক্ষীরায় ১ হাজার ২৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৬০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সাতজন আছেন আইসিইউতে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন