২৭ ঘণ্টা পর লাশ মিলল ঝিনাই নদে নিখোঁজ সেই শিক্ষার্থীর

নিখোঁজ রাকিব হাসানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তৎপরতা। বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদের ইজারাপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে নেমে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর স্কুলছাত্র রাকিব হাসানের (১৬) লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ নদের ইজারাপাড়া এলাকায় ভেসে ওঠে।

রাকিব হাসান সরিষাবাড়ী পৌর এলাকার ইজারাপাড়া গ্রামের হাফেজ আলীর ছেলে। সে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার বেলা তিনটায় ঝিনাই নদে নেমে নিখোঁজ হয় রাকিব।

রাকিব হাসান
ফাইল ছবি

পরিবার ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, রাকিব গোসল করতে ইজারাপাড়া এলাকায় ঝিনাই নদে নামে। পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেনি। আশপাশে থাকা লোকজনের মাধ্যমে খবর পান তার পরিবারের সদস্যরা। তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাকিবকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা রাকিবকে উদ্ধারে ঝিনাই নদে তিন ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হন।

আরও পড়ুন

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ থেকে আসেন ফায়ার সার্ভিসের চারজন ডুবুরি। তাঁরা বিকেল চারটা পর্যন্ত অভিযান চালিয়ে শিক্ষার্থী রাকিবকে উদ্ধার করতে পারেননি। ফলে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। এর দুই ঘণ্টার মাথায় সন্ধ্যা ছয়টায় নদের পানিতে রাকিবের লাশ ভেসে ওঠে, তা দেখে এলাকার লোকজন রাকিবের পরিবারকে খবর দেন। পরে তাঁরা গিয়ে লাশ উদ্ধার করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, মারা যাওয়া রাকিবের পরিবারের কারও কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।