৩ দিন পর চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

চুরি হওয়া নবজাতককে তিন দিন পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকায়
ছবি: এস এম ইউসুফ উদ্দিন

চট্টগ্রামের রাউজান উপজেলায় চুরি হওয়া নবজাতককে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরে এক দম্পতির কাছ থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরে নবজাতকসহ ওই দম্পতিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

গত শনিবার ভোরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকা থেকে ভারসাম্যহীন এক মায়ের ওই নবজাতক চুরি হয়েছিল।

ওই দম্পতি দাবি, নবজাতককে তাঁরা চুরি করেননি। লালন-পালন করতে নিয়ে গিয়েছিলেন। পুলিশ বলছে, বিষয়টি এখন আদালতের মাধ্যমে সুরাহা করে হবে। সুরাহা হওয়া না পর্যন্ত নবজাতকটি থানায় ওই দম্পতিসহ পুলিশের হেফাজতেই থাকবে। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ওই নারীর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, এক দম্পতির কাছ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে। এখন আইনি প্রক্রিয়া চলছে। আজ বুধবার আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে। ওই দম্পতিসহ পুলিশি হেফাজতে নবজাতককে চিকিৎসা দিতে শহরে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অন্তঃসত্ত্বা ভারসাম্যহীন এক নারী ব্রাহ্মণহাট এলাকার একটি বাজারে আশ্রয় নেন। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রসবব্যথা শুরু হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তিনি কন্যাসন্তানের জন্ম দেন। স্থানীয় এক নারী নবজাতকের পরিচর্যাও করেন। শনিবার সকালে বাজারের ব্যবসায়ীরা এসে দেখেন, নবজাতকটি নেই। এরপর বিষয়টি জানাজানি হয়।