চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ বছরের মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত নয়টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা আছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল কুদ্দুস ওরফে লিটন (৩০)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় গতকাল রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই শিশু বাসার উঠানে খেলছিল। এ সময় আবদুল কুদ্দুস কৌশলে ওই শিশুকে তাঁর বাসায় ডেকে নিয়ে যান। এরপর ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটি চিৎকার শুরু করলে কুদ্দুস তাকে ছেড়ে দেন। ছাড়া পেয়ে শিশুটি বাড়িতে গিয়ে মাকে সব জানায়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন কুদ্দুসকে আটকে রাখেন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ওই শিশুর বাবার করা মামলায় আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে তাঁকে আদালতে নেওয়া হবে।