৬ দাবিতে গদখালীর ফুলচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন
যশোরের গদখালীতে কেন্দ্রীয় ফুল গবেষণা কেন্দ্রের একটি প্রকল্প দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নসহ ছয়টি দাবিতে মানববন্ধন করেছেন ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে যশোর-খুলনা মহাসড়কে এই মানববন্ধন হয়। মানববন্ধনে সহস্রাধিক ফুলচাষি ও ফুল ব্যবসায়ী অংশ নেন।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির আয়োজনে এই মানববন্ধন থেকে ছয়টি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো গদখালীতে কেন্দ্রীয় ফুল গবেষণা কেন্দ্রের প্রকল্পটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনপূর্বক দ্রুত বাস্তবায়ন; ফুল সেক্টরের টেকসই উন্নয়নের লক্ষ্যে ফুল গবেষণা কেন্দ্রের প্রকল্পটি যথাযথ বাস্তবায়ন; ফুলের গুণগত মান উন্নয়ন ও দেশি-বিদেশি বাজার ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও কোল্ডস্টোরেজের কার্যক্রম দ্রুত চালুর ব্যবস্থা করা; চুক্তির দোহাই দিয়ে নয়, বাস্তবতার নিরিখে ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটি দ্রুত চালু করা; কৃষকের ফুল ও ফুলের বীজ সংরক্ষণজনিত ক্ষতির কথা চিন্তা করে দ্রুত কোল্ডস্টোরেজ চালুর ব্যবস্থা করা এবং ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অবকাঠামোগত অবশিষ্ট কার্যক্রম বাস্তবায়নের ব্যবস্থা করা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম, নির্বাহী সদস্য মীর বাবরজান বরুণ, ফুল ব্যবসায়ী শামীম রেজা, সেলিম রেজা, রনি আহমেদ, শাহীন আহমেদ, ফুলচাষি হোসেন উদ্দীন, শাহ আলম, তরিকুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।