ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, তিনি ৬ মাসের সাজা এড়াতে ৩৬ মাস পলাতক ছিলেন।
সোহেল (৩২) উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার সকালে তাঁকে উচালিয়াপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। ২০১৬ সালে পুলিশ তাঁকে মাদ্রকদ্রব্যসহ গ্রেপ্তার করে। তখন পুলিশ তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এবং তাঁকে কারাগারে পাঠায়।
পরে তিনি জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান। প্রায় তিন বছর আগে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর কয়েক দিন আগে তিনি গ্রামে ফেরেন। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পালিয়ে থাকায় সোহেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।