গোপালগঞ্জে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি কর্মচারীরা সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বেলা ১১টায় গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মেলনকক্ষে বেসরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের কম্পিউটার অপারেটর শাহ মো. ওমর ফারুক। তিনি বলেন, সারা দেশে ৪০০টি কলেজ ও ৩টি মাদ্রাসায় কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৬ হাজার কর্মচারী আছেন। ১০ থেকে ১৫ বছর ধরে তাঁরা ৩ থেকে ৭ হাজার টাকা বেতনে কাজ করে আসছেন। করোনাকালে তাঁদের বেতন কমিয়ে ১ হাজার ৫০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাই তাঁরা চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছেন।
কর্মচারী ইউনিয়নের মহিলাবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ সরকারি কলেজের অফিস সহকারী অঞ্জনা রায় বলেন, ‘২০১৩ সাল থেকে আমরা দাবি আদায়ের জন্য বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করে আসছি। আমাদের এসব কথায় কেউ কর্ণপাত করেননি।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন। একজন নিয়মিত কর্মচারী মাতৃত্বকালীন ছুটিতে গেলে বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা পান। অথচ তাঁরা মাতৃত্বকালীন ছুটিতে গেলে সামান্য বেতন থেকে উল্টো টাকা কেটে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মো. গোলাম মোস্তফা, ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা বিল্লাল হোসেন মোল্লা, সভাপতি মো. দুলাল সরদার, জেলা কমিটির মো. জাফর শেখসহ দেশের বিভিন্ন কলেজে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।