৯৯৯–এ ফোন পেয়ে সরকারি চালসহ ট্রাক জব্দ করল পুলিশ

ট্রাক থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ১৯০ কেজি (৬৫ বস্তা) চাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
ছবি: প্রথম আলো

বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় গভীর রাতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের জন্য ট্রাকে তোলা শুরু হয়। এ সময় ঘটনাটি দেখে ফেলেন স্থানীয় এক যুবক। এরপর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরকারি চালবোঝাই ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়।

আজ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এ সময় ওই ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

ওই ট্রাকচালকের নাম শাহ আলম (৩৮)। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বাসিন্দা। ওই ট্রাক থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ১৯০ কেজি (৬৫ বস্তা) চাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ কল করে এক যুবক চাল পাচারের খবর জানান। পরে ঘটনাস্থল থেকে সরকারি চালসহ ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকারি চাল পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।