সিলেট জেলার মানচিত্র

সিলেটে ছাত্রদলের একটি মিছিল থেকে আটজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, হঠাৎ করেই সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে চৌহাট্টার দিকে একটি মিছিল আসছিল। মিছিলটির কোনো অনুমতি ছিল না। তাঁরা শান্তিশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছিলেন। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় মিছিল থেকে আটজনকে আটক করা হয়েছে।

ছাত্রদলের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিএনপির নেতা-কর্মীদের ওপর থেকে সব মামলা প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরের রিকাবীবাজার থেকে মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টা মোড়ে পৌঁছানোর আগমুহূর্তে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল এবং আশপাশ থেকে আটজনকে আটক করা হয়।

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান বলেন, ‘ছাত্রদল শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। মঙ্গলবারও শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়ে আটক করেছে। গণতান্ত্রিক ও যৌক্তিক কোনো আন্দোলনে যে কারও মিছিল-মিটিং করার অধিকার রয়েছে। এতে কোনো অনুমতির প্রয়োজন রয়েছে বলে আমাদের জানা নেই।’