১ / ১১
কুঁড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে আছে আটটি মাটির ঘর। বিনিয়োগকারী কিংবা পর্যটকেরা চাইলে এখানে গিয়ে থাকতে পারেন। ঘুরে দেখতে পারেন খামার, বাগান।
২ / ১১
খামারের এক পাশে আছে ড্রাগন ফলের বাগান।
৩ / ১১
নওগাঁর পোরশার নোনাহার গ্রামে মুজাহিদের ড্রাগন ফলের বাগান।
৪ / ১১
ফ্রেশি ফার্মে আমের বাগানও আছে।
৫ / ১১
গ্রিনিফাই প্রজেক্টে গাছের নিয়মিত পরিচর্যা করেন মুজাহিদ।
৬ / ১১
বাগানের এক পাশে কফির চারাও লাগানো হয়েছে।
৭ / ১১
নাভি জাতের আমও আছে সীমান্তঘেঁষা ওই বাগানে।
৮ / ১১
প্রজেক্ট বর্গায় গরু লালনপালন করা হয়। বিক্রির পর লাভের টাকার ভাগ পান বিনিয়োগকারীরা।
৯ / ১১
খড়ের ছাউনি ও মাটির দেয়ালের ঘরগুলোতে যে কেউ গিয়ে থাকতে পারবেন।
১০ / ১১
এক শয্যার ঘরের ভাড়া ১০০, আর দুই শয্যার ঘরের ভাড়া পড়বে ২০০ টাকা।
১১ / ১১
সফল উদ্যোক্তার স্বীকৃতি পেয়েছেন মুজাহিদুল ইসলাম। পেয়েছেন আইপিডিসি নবীন উদ্যোক্তা স্মারক–২০২১।