পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। আজ শুক্রবার সকালে নরসিংদীর শিবপুরে
ছবি: প্রথম আলো

নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

দেশের যে ১০৮ এলাকায় সড়ক দুর্ঘটনা বেশি হয়

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ বলেছেন, নিহতেরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আর নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরে দুজন মারা গেছেন। আহত আরও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

দুর্ঘটনা রোধে শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ চালক চাই

সাতজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আরও পড়ুন

সহকর্মীরা মিলে ঘুরতে যাচ্ছিলেন সিলেটে, দ্রুতগতির ট্রাক কেড়ে নিল সাতজনের প্রাণ