বিদ্যালয়ের ফটকের সামনে ট্রাকচাপায় শিশু শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

স্কুল শেষে বাড়িতে ফেরার পথে নিজের স্কুলের গেটের সামনেই বালুভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে মো. রনি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইউরিকো এঞ্জেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রনি ময়মনসিংহের নান্দাইল থানার চৈতনখালী গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে কোনাবাড়ী ইউরিকো এঞ্জেল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া স্ত্রী সন্তানদের নিয়ে কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার ভাড়া বাসায় থাকেন। তাঁর ছেলে মো. রনি সেখান থেকে প্রতিদিন হেঁটে কোনাবাড়ী ইউরিকো এঞ্জেল স্কুলে যেত। প্রতিদিনের মতো দুপুর ১২টায় ক্লাস শেষে বাড়িতে ফিরছিল রনি। ফেরার পথে তার স্কুলের গেটের পাশেই বালুভর্তি একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয় সে। পরে আশপাশের লোকজন ট্রাকটি জব্ধ করে এবং তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক শওকত ইমরান বলেন, স্থানীয় লোকজন ট্রাকচালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।