খায়রুজ্জামান লিটন রাজশাহীর পরীক্ষিত বন্ধু: কবির বিন আনোয়ার
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে শুক্রবার বিকেলে চারটি পথসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বক্তব্য দিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
তিনি বলেন, ‘লিটন ভাই শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে রাজশাহীর সুনাম প্রতিষ্ঠা করেছেন। তিনি রাজশাহীবাসীর জন্য পরীক্ষিত বন্ধু।’
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নগরের ঘোষপাড়া মোড় ও সোনাদীঘি-সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ নজমুল হক স্কুলের মোড় ও হরিজনপল্লিতে এসব পথসভা অনুষ্ঠিত হয়।
এসব পথসভায় কবির বিন আনোয়ার বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই বাংলা ভাইয়ের কথা, মনে আছে জঙ্গিবাদ-ফ্যাসিবাদের কথা। মনে আছে লুণ্ঠন আর অত্যাচারের কথা। সঙ্গে আরেকটি পথ, যেটি আমাদের খায়রুজ্জামান লিটন ভাই দেখিয়েছেন, সেটি উন্নয়নের পথ, সেটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন। তাঁর পিতা আমাদের উত্তরবঙ্গের, তথা সারা দেশের কৃতী সন্তান শহীদ এ এইচ এম কামারুজ্জামানের স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন যে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ।’
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান আরও বলেন, ‘আজ আমাদের লিটন ভাই প্রমাণ করেছেন, রাজশাহী আপনারা দেখেছেন, আপনারা জানেন এটি কোনো গল্প নয়, এটি কোনো রূপকথা নয়, এটি আমাদের চোখের সামনে রয়েছে যে আজ রাজশাহী সারা বিশ্বের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহরে পরিণত হয়েছে। অনেক পরিকল্পনা তিনি (খায়রুজ্জামান লিটন) নিয়েছেন, আংশিক বাস্তবায়িত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের ভুল করলে চলবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র রুখতে হবে। আমি অনুরোধ করব, আপনাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব দলে দলে সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন, সব ষড়যন্ত্রের জবাব হিসেবে লিটন ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।’
পথসভায় মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, ‘পাঁচ বছরের মধ্যে মাত্র আড়াই বছর কাজ করতে পেরেছি। কারণ, করোনার কারণে দেড় বছর সারা পৃথিবীর মতো বাংলাদেশ অচল ছিল। রাজশাহীও অচল ছিল। তখন কোনো কাজ করতে পারিনি। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নগরবাসীকে দফায় দফায় খাদ্য, অর্থ, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নির্মাণসামগ্রী ও ডলারের মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে আড়াই বছর তেমন উন্নয়নকাজ করা সম্ভব হয়নি। তবে আড়াই বছরে যে অল্প সময় কাজ করতে পেরেছি, এর উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন।’
খায়রুজ্জামান লিটন একই সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র। তিনি আরও বলেন, ‘রাজশাহীতে কর্মের সংকট। তেমন শিল্পকারখানা নেই। সরকারি কারখানা বন্ধ হয়ে আছে। এবার কর্মসংস্থান দিতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিক শিল্পনগরী-২ নির্মিত হয়েছে। সেখানে ২৮৭টি প্লটে ক্ষুদ্র ও মাঝারি কারখানা করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর থেকে শিল্পপতিদের নিয়ে এসে শিল্পকারখানা করব। তাই কারও কথায় কান না দিয়ে ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। যত বেশি ভোটে বিজয়ী করবেন, তত বেশি অর্থ বরাদ্দ এনে উন্নয়ন করতে পারব।’