সীতাকুণ্ডে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে প্রতিমা ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় টিনশেডের একটি মন্দির। আজ সকালে তোলাছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর পাহাড়ি গ্রামে সর্বজনীন শ্রীশ্রী মহাশ্মশান কালী ও শিবমন্দির নামে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মন্দিরটি জঙ্গল সলিমপুরের ২ নম্বর সমাজ এলাকায় অবস্থিত।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দির কমিটি। ঘটনার খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ বলছে, মন্দিরের জায়গাটি দখলে নেওয়ার জন্য একদল দুর্বৃত্ত ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ তাদের চিহ্নিত করেছে। আরও তদন্ত করে বিষয়টি নিশ্চিত হলে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

মন্দির কমিটির সভাপতি অমর মজুমদার বলেন, মন্দিরটি টিনশেডের তৈরি। ভেতরে কালী প্রতিমা ছিল। দুর্বৃত্তরা প্রতিমাটিকে মন্দির থেকে বের করে পাশের জমিতে ফেলে ভেঙে দেয়। পরে মন্দিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আজ রোববার সকালে তাঁরা ঘটনাস্থলে গেলে মন্দিরটি আগুনে পুড়ে ছাই অবস্থায় দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

অমর মজুমদার বলেন, তাঁদের এলাকার হিন্দুদের সঙ্গে কারও বিরোধ নেই। মূলত মন্দিরের জায়গাটি দখলের জন্য একদল দুর্বৃত্ত সেটি পুড়িয়ে দিয়েছে বলে তাঁদের ধারণা।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মন্দিরের জায়গা দখলের জন্য ঘটনাটি ঘটানো হয়েছে। তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত কিছু লোককে চিহ্নিত করেছেন। আরও অধিকতর তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আসামিদের গ্রেপ্তার করা হবে।