default-image

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। তার প্রভাবে শরৎকালে প্রকৃতিতে বর্ষার আমেজ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অবস্থা আরও কয়েক দিন চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার রাতের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি সৃষ্টি হয়েছে উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে। লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই কারণে প্রচুর মেঘমালা সৃষ্টি হয়েছে, যা উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার অধিদপ্তর জানায়, আগামী দুদিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির মাত্রা বেশি থাকবে।

গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, যার পরিমাণ ছিল ৭০ মিলিমিটার। বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ স্থানে তাপমাত্রা কমতে পারে।

মন্তব্য পড়ুন 0