ঈদের সকালে বৃষ্টিতে ভিজল রাজধানী
ঈদের দিনে আজ মঙ্গলবার রাজধানীতে সকাল ৯টার পরে বৃষ্টি হয়েছে। বেলা ১১টার দিকে আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, বিকেলে বা রাতে আবার বৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগ বলছে, রংপুর, রাজশাহী ও খুলনার আকাশে বিশাল মেঘমালা ছেয়ে গেছে। মেঘমালা এখন দেশের মধ্যাঞ্চলে অবস্থান করায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘমালাটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগও ভিজবে বৃষ্টিতে।
সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ঢাকায় প্রতি ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। তিনি আরও বলেন, মোটামুটি সারা দেশেই বৃষ্টি হয়েছে বা হবে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টি হয়েছে। এখন মেঘমালাটা আছে পুরো ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়া পর্যন্ত মধ্যাঞ্চল জুড়ে। এটা এখন চট্টগ্রামের দিকে যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ যেসব এলাকায় বৃষ্টি হয়নি, সেখানে হবে।