চট্টগ্রামে কালবৈশাখীজনিত প্রথম বৃষ্টিপাত
চট্টগ্রামে আজ বুধবার সকালে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ও বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি চট্টগ্রামের প্রথম কালবৈশাখীজনিত বৃষ্টি।
এর আগে কয়েক দিন ধরে চট্টগ্রামে তীব্র গরম অনুভূত হচ্ছিল। সকাল সাড়ে নয়টায় নগরে দমকা বাতাসসহ বৃষ্টিপাত শুরু হয়। বাতাসের সঙ্গে ধুলাবালু ও খড়খুটো উড়তে থাকে। কালো মেঘে অন্ধকার হয়ে আসে চারদিক।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, এটা চট্টগ্রামে মৌসুমের প্রথম কালবৈশাখীজনিত বৃষ্টিপাত। এর আগে দেশের অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে। আজ সকালে চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি।