বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে

বৃষ্টি কমে আগামী দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
ফাইল ছবি

সারা দেশে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। গতকাল রোববারের চেয়ে আজ সোমবার কম বৃষ্টি হবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি কমে আগামী দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী বুধবারের দিকে আবার বৃষ্টি হয়ে তাপ কমতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, বৃষ্টির পরিমাণ আজ অপেক্ষাকৃত কম হবে। তাপমাত্রা বৃদ্ধির বর্তমান প্রবণতা আরও দুই দিন থাকবে। বুধবার আবার বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা কমতে পারে।

আজ সকালে ঢাকা ও তার আশপাশের এলাকার ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম।’

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। গতকাল রোববার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চট্টগ্রামে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় ৫০ মিলিমিটার।