সপ্তাহের সেরা ছবি

১ / ৮
প্রতি সপ্তাহে আসা সারা বিশ্বের ছবিগুলো থেকে বাছাই করে সপ্তাহের সেরা ছবি নির্বাচন করে বার্তা সংস্থা এএফপি। তারই একটিতে চীনের বন্দরনগর তিয়ানজিনের একটি বাণিজ্যিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। পোড়া কঙ্কালের মতো অবস্থা হয় বিস্ফোরণস্থলের কাছে রাখা শত শত নতুন গাড়ি। ছবিটি ১৩ আগস্ট, ২০১৫ তিয়ানজিন থেকে তোলা। ছবি: এএফপি
প্রতি সপ্তাহে আসা সারা বিশ্বের ছবিগুলো থেকে বাছাই করে সপ্তাহের সেরা ছবি নির্বাচন করে বার্তা সংস্থা এএফপি। তারই একটিতে চীনের বন্দরনগর তিয়ানজিনের একটি বাণিজ্যিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। পোড়া কঙ্কালের মতো অবস্থা হয় বিস্ফোরণস্থলের কাছে রাখা শত শত নতুন গাড়ি। ছবিটি ১৩ আগস্ট, ২০১৫ তিয়ানজিন থেকে তোলা। ছবি: এএফপি
২ / ৮
নরওয়ের উত্তরাঞ্চলীয় হার্সটাডে এই সেতুটি পেরোলেই ২ হাজার ১৩৫ কিলোমিটার আর্কটিক সাইকেল রেসের শেষ সীমানায় পৌঁছাবেন প্রতিযোগীরা। ছবিটি ১৩ আগস্ট, ২০১৫ নরওয়ের উত্তরাঞ্চলীয় হার্সটাড থেকে তোলা। ছবি: এএফপি
নরওয়ের উত্তরাঞ্চলীয় হার্সটাডে এই সেতুটি পেরোলেই ২ হাজার ১৩৫ কিলোমিটার আর্কটিক সাইকেল রেসের শেষ সীমানায় পৌঁছাবেন প্রতিযোগীরা। ছবিটি ১৩ আগস্ট, ২০১৫ নরওয়ের উত্তরাঞ্চলীয় হার্সটাড থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ৮
ইতালির মনভিসো আল্পস অঞ্চলের ক্রিসোলো গ্রামে উল্কাপাতের ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন একজন আলোকচিত্রী। ছবিটি ১৩ আগস্ট, ২০১৫ তোলা। ছবি: এএফপি
ইতালির মনভিসো আল্পস অঞ্চলের ক্রিসোলো গ্রামে উল্কাপাতের ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন একজন আলোকচিত্রী। ছবিটি ১৩ আগস্ট, ২০১৫ তোলা। ছবি: এএফপি
৪ / ৮
বন্যায় ডাঙা না পেয়ে কুকুর দুটি আধডোবা বেঞ্চের ওপর হাঁটাহাঁটি করছে। ছবিটি ১২ আগস্ট, ২০১৫ আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের লুজান শহর থেকে তোলা। ছবি: এএফপি
বন্যায় ডাঙা না পেয়ে কুকুর দুটি আধডোবা বেঞ্চের ওপর হাঁটাহাঁটি করছে। ছবিটি ১২ আগস্ট, ২০১৫ আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের লুজান শহর থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ৮
কিছু প্লাস্টিকের বোতল নিয়ে গলাপরিমাণ বন্যার পানি পেরিয়ে এই শিশুটি। ছবিটি ১১ আগস্ট, ২০১৫ মিয়ানমারের হিনথাদা শহরের কায়উত ইয়ে গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি
কিছু প্লাস্টিকের বোতল নিয়ে গলাপরিমাণ বন্যার পানি পেরিয়ে এই শিশুটি। ছবিটি ১১ আগস্ট, ২০১৫ মিয়ানমারের হিনথাদা শহরের কায়উত ইয়ে গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ৮
অসংখ্য ফ্লেমিঙ্গোর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোলাপি ঠোঁটের একটি ফ্লেমিঙ্গো। স্পেনের দক্ষিণাঞ্চলীয় এলাকা মালাগার  ফুয়েন্তে দে পিয়েদ্রা লেকের দিকে যাচ্ছে ফ্লেমিঙ্গোগুলো। ছবিটি ৮ আগস্ট, ২০১৫ তোলা। ছবি: এএফপি
অসংখ্য ফ্লেমিঙ্গোর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোলাপি ঠোঁটের একটি ফ্লেমিঙ্গো। স্পেনের দক্ষিণাঞ্চলীয় এলাকা মালাগার ফুয়েন্তে দে পিয়েদ্রা লেকের দিকে যাচ্ছে ফ্লেমিঙ্গোগুলো। ছবিটি ৮ আগস্ট, ২০১৫ তোলা। ছবি: এএফপি
৭ / ৮
রাশিয়ার কাজানে আয়োজিত ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের সাঁতারের সেমিফাইনালে জলের মাঝে এভাবেই লাফ দেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী জেসিকা হার্ডি। ছবিটি ৮ আগস্ট, ২০১৫ রাশিয়ার কাজান থেকে তোলা। ছবি: এএফপি
রাশিয়ার কাজানে আয়োজিত ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের সাঁতারের সেমিফাইনালে জলের মাঝে এভাবেই লাফ দেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী জেসিকা হার্ডি। ছবিটি ৮ আগস্ট, ২০১৫ রাশিয়ার কাজান থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ৮
স্পেনের মাদ্রিদে আয়োজিত হলি উৎসবে রং নিয়ে মেতে উঠেছেন অংশগ্রহণকারীরা। ছবিটি ছবিটি ৮ আগস্ট, ২০১৫ মাদ্রিদ থেকে তোলা। ছবি: এএফপি
স্পেনের মাদ্রিদে আয়োজিত হলি উৎসবে রং নিয়ে মেতে উঠেছেন অংশগ্রহণকারীরা। ছবিটি ছবিটি ৮ আগস্ট, ২০১৫ মাদ্রিদ থেকে তোলা। ছবি: এএফপি