চোখজুড়ানো সরিষাখেত

শীতকালে গ্রামীণ মাঠে প্রকৃতিতে হলুদ গালিচা। যেদিকে চোখ যায় সরিষা ফুলের সৌন্দর্যে মন জুড়ায়। তিন শতাধিক বিঘা জমিতে চাষ হয় সরিষা। মড়া বিলে এসে সবাই প্রশংসা করেন সরিষা ফুলের হলুদ সৌন্দর্য দেখে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হবিবের বাইগুনি গ্রামের সরিষাখেতের ছবি।
সরিষাখেতের আগাছা পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন কৃষক।
সরিষাখেতের আগাছা পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন কৃষক।
বিলে ঘেরা সরিষাখেত।
বিলে ঘেরা সরিষাখেত।
সরিষাখেতের পাশে রাস্তা দিয়ে চলেছেন ফেরিওয়ালা।
সরিষাখেতের পাশে রাস্তা দিয়ে চলেছেন ফেরিওয়ালা।
হলুদের মাঝে ছুটে বেড়ায় তারা।
হলুদের মাঝে ছুটে বেড়ায় তারা।
খেতের মাঝে ফুল নেওয়ার মজাই আলাদা।
খেতের মাঝে ফুল নেওয়ার মজাই আলাদা।
হলুদ ফুল সংগ্রহ করা।
হলুদ ফুল সংগ্রহ করা।
জাতীয় পতাকা নিয়ে ছুটে চলা।
জাতীয় পতাকা নিয়ে ছুটে চলা।