মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

‘আমার যা বয়স, মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানি না। মুক্তিযুদ্ধ জাদুঘরে এলাম আর অবাক হলাম’—এভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু তাফহিমুল ইসলাম তাঁর অনুভূতি তুলে ধরেন। ৫ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ২৭ জন বন্ধু মুক্তিযুদ্ধ জাদুঘরে যান। বন্ধুরা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারেন। মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার পর বন্ধুরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য অনিক সাহা বলেন, আমাদের প্রত্যেক বন্ধুকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বন্ধু গিয়াস মোহন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে হলে মুক্তিযুদ্ধ জাদুঘরে বারবার আসা উচিত। বন্ধুরা শপথ গ্রহণ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সারা জীবন আমাদের হৃদয়ে গেঁথে রাখব।