জীবনের গল্প

লক্ষ্মীপুর এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আবু সিদ্দিক স্যার শোনালেন ছাত্রছাত্রীদের গড়ে তোলার জন্য কীভাবে তিনি দায়িত্ব পালন করে গেছেন। তিনি বললেন, একজন শিক্ষক শুধু শিক্ষকই নন, শিক্ষার্থীদের অভিভাবকও। শিক্ষার্থীদের তিনি শিখিয়েছেন, কীভাবে ছাত্রজীবনে ভালো অভ্যাস দিয়ে জীবন গঠন করতে হবে। এ ছাড়া মা, মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালোবাসার মধ্য দিয়ে দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তোলা যায় এ রকম আরও অনেক কাহিনি বন্ধুদের সামনে তুলে ধরলেন তিনি। লক্ষ্মীপুর বন্ধুসভার উদ্যোগে সোমবার বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুসভার সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ফখরুল ইসলাম, অফার্ড মডেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আশরাফুল আলম, স্থানীয় সবুজ বাংলাদেশের সভাপতি এস এম আওলাদ হোসেনসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।

হাসিবুজ্জামান ভূঁইয়া

সভাপতি, লক্ষ্মীপুর বন্ধুসভা