মাথা তোলবার সাহস

বন্ধুসভা জাতীয় সমাবেশের শুভেচ্ছা নিন বন্ধুরা। আর মাত্র কয়েক দিন বাকি। তারপরই মহা আনন্দযজ্ঞের সমাবেশ। সারা দেশে বন্ধুদের চলছে আনন্দ প্রস্তুতি। অপেক্ষা, কখন আসবে ৫ ও ৬ জানুয়ারি। হবে মিলনমেলার আয়োজন।

অনলাইনে নাম নিবন্ধন শেষ হলো। কোন বন্ধুসভা মঞ্চে কে কী করবে, চলছে তার মহড়া। যাঁরা প্রথমবারের মতো আসছেন, তাঁদের সম্ভবত কৌতূহল ও উচ্ছ্বাস বেশি।

আমাদের সমাবেশের এবারের স্লোগান, ‘মাথা তোলবার সাহস’। আমাদের তরুণেরা সাহসী। সেই সাহস আমরা দেখেছি ’৫২, ’৬৯–এ এবং বাঙালির ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ১৯৭১ সালে। আমাদের সাহস প্রতিটি অন্যায়, অবিচারের প্রতিবাদ করবে।

আমাদের মাথা নোয়াবার নয়। মাথা তুলে দাঁড়াবার।

নিজের দেশের জন্য আমরা যেন আরও বেশি বেশি কাজ করি। দেশটাকে যেন সুন্দর করে গড়ে তুলতে পারি। আমরা যেন দেশের যোগ্য হয়ে উঠতে পারি। আমাদের মনে রাখতে হবে, এই দেশের মাটি ৩০ লাখ শহীদের রক্তে ভেজা। এ মাটি যেন আমরা মাথায় তুলে রাখি। এ মাটিকে যেন আমরা মায়ের মতো ভালোবাসি।

আমরা সবাই দেশকে ভালোবাসি। এই ভালোবাসা যেন দিনে দিনে আরও বৃদ্ধি পেতে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা মাথা তোলবার সাহস দেখাতে চাই।

সমাবেশের সময়সূচি

বন্ধুদের আগমন : ৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, তাঁবু বিতরণ ও পরিচয় পর্ব : রাত ৮টার মধ্যে।

রাতের খাবার : রাত ৯টায় (ওই দিন সকালের নাশতা এবং দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে না)।

উদ্বোধন : ৫ জানুয়ারি সকাল ৯টা ৫২ মিনিটে। মূল অনুষ্ঠান : ৫ ও ৬ জানুয়ারি, শুক্র ও শনিবার।

৬ জানুয়ারি সমাবেশের সমাপ্তি ঘোষণা : বিকেল ৪টা ২১ মিনিটে।

প্রয়োজনে : ০১৯৫৫৫৫২০৮৮

লেখক : সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ