বিজয় আমাদের

৪ ডিসেম্বর প্রথম আলোর কার্যালয়ের পঞ্চম তলায় বিকেলে হাজির হলেন ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা; বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ আয়োজিত ‘বিজয় আমাদের’ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উপস্থাপিকা মোহতারিমা রহমান মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের কথা স্মরণ করে অনুষ্ঠান শুরু করলেন। 

অনু্ষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এ্যানি আশকার
অনু্ষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এ্যানি আশকার

‘ও আমার বাংলা মা তোর আকুল পরান’ গান নিয়ে প্রথমে মঞ্চে আসেন পৌলমী অদিতি। ‘হে মানুষ’ কবিতা আবৃত্তি করেন বিভা। সাতক্ষীরা বন্ধুসভার স্বপ্না পালের কণ্ঠে শোনা গেল ‘এই বাংলার বুকে জন্মে আমি’ নামক দেশের গান। হাসানাহ্‌ মিমি আবৃত্তি করেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতাটি। ড্যাফোডিল বন্ধুসভার অঙ্কন দে গাইলেন ‘সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’ গানটি। দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন এ্যানি আশকার। কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি আবৃত্তি করেন আশফাকুজ্জামান। কবি হেলাল হাফিজের ‘একটি পতাকা পেলে’ কবিতা আবৃত্তি করেন হাসান সালেহ। জাতীয় পর্ষদের বহ্নিশিখা আবৃত্তি করেন ‘এই সেই বাংলাদেশ’ কবিতাটি। সৈকত রায়ের কণ্ঠে ‘আমার দুচোখ ভরা স্বপ্ন’ গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘বিজয় আমাদের; তবে এই বিজয়ের পেছনে আছে দীর্ঘ ত্যাগের ইতিহাস। কাজেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে।’