নতুন লেখক সৃষ্টিতে ভূমিকা রাখবে 'তারুণ্য'

প্রকাশিত হলো প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রকাশনা তারুণ্য–এর সপ্তম সংখ্যা। ২ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষে তারুণ্য’র মোড়ক উন্মোচন হয়। তারুণ্য নতুন লেখক সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানের বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। তারুণ্য’র উপদেষ্টা লেখক আনিসুল হক তারুণ্যে নতুন এবং তরুণ লেখকদের প্রধান্য দেওয়ার কথা বলেন।

তারুণ্য সম্পাদনা করেছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি লেখক দন্ত্যস রওশন। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। তারুণ্য প্রকাশিত হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজের সহযোগিতায়।

অনুষ্ঠানে তারুণ্য’র লেখকদের মধ্যে অরুণ কুমার বিশ্বাস ও ইসমাইল সাদী বক্তব্য রাখেন।

কামরুন্নাহার মৌসুমীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি শাকিল মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহিন মাহফুজ প্রমুখ।