দ্য ব্যালাড অব আয়েশা

‘মঙ্গলবারতা’ শীর্ষক আনন্দ আয়োজনে লেখক আনিসুল হকের সঙ্গে অতিথিরা
‘মঙ্গলবারতা’ শীর্ষক আনন্দ আয়োজনে লেখক আনিসুল হকের সঙ্গে অতিথিরা

রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশে গত ২৫ জুলাই সন্ধ্যায় ‘মঙ্গলবারতা’ শীর্ষক আনন্দ আয়োজন করে বন্ধুসভা। কথাসাহিত্যিক আনিসুল হকের আয়েশামঙ্গল উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য ব্যালাড অব আয়েশার প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়েশামঙ্গল উপন্যাস ইংরেজিতে অনুবাদ করেছেন সাংবাদিক ইনাম আহমেদ। গত ২৫ মে বইটি প্রকাশ করেছে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা হারপার কলিন্স।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘বিদেশি পাঠককে টার্গেট না করে আমাদের বাংলাভাষী মানুষকে টার্গেট করে লেখা উচিত। এ কথা মাইকেল মধুসূদন বলেছেন, আবার রবীন্দ্রনাথও বলে গেছেন।’

অনুষ্ঠানে বাংলা আয়েশামঙ্গল-এর অংশবিশেষ পাঠ করেন মোহতারিমা রহমান, দ্য ব্যালাড অব আয়েশার সারাংশ পড়ে শোনান কানিজ ফাতেমা, ‘আগুনের পরশমণি’ গান পরিবেশন করেন দেবলীনা সুর দোলা।

কামরুন্নাহার মৌসুমীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেখক ও মনোচিকিৎসক মোহিত কামাল, বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, প্রকাশক ফরিদ আহমেদ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, আলোকচিত্রী আক্কাস মাহমুদ, লেখক দ্বিতীয় সৈয়দ হক, সাংবাদিক উৎপল শুভ্র, চিত্রশিল্পী মাসুক হেলাল, লেখক সুমন রহমান, পিয়াস মজিদ, অভিনেত্রী সেঁওতি, বন্ধুসভার সভাপতি, নির্বাহী সভাপতি শাকিল মাহবুব, সহসভাপতি জান্নাতুল বাকের, সৈয়দ রশীদুল হাসান প্রমুখ।