চুয়াডাঙ্গা বন্ধুসভার ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ

‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা বন্ধুসভার বন্ধুরা ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ করেছে। আজ ৯ আগস্ট বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

চুয়াডাঙ্গা বন্ধুসভার ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ
চুয়াডাঙ্গা বন্ধুসভার ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ

প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে মাহমুদ আল আরাফাত, রাকিবুল হাসান , মুনেম রহমান মালিক, আব্দুল্লাহ আল মামুন , আনজুয়ারা আলো ও তৌহিদ বিশ্বাস শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে  ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেবেকা সুলতানা,সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সহকারি শিক্ষক বিলকিস বেগম , আলি নাসির, শামসুন নাহার , শামছুন্নাহার ,ছবি রাণী সিংহ রায়,রাজিয়া খাতুন, পারভীন সুলতানা, গোলাম মোস্তফা , গোলাম মওলা , সাইফুল ইসলাম , আহাদ আলী , নাসরিন সুলতানা ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা বন্ধুসভার ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ
চুয়াডাঙ্গা বন্ধুসভার ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ

বিতরণকৃত গাছের মধ্যে ছিল ১৫০ টি ডালিম, ১৫০ টি পেয়ারা, ৫০ টি বিলেতি আমড়া, ৫০ টি কাগজি লেবু, ৫০ টি বহেড়া ও ৫০ টি মেহগনি । বিতরণকৃত গাছের মধ্যে কিছু বিদ্যালয় চত্বরে রোপণ করা হয় এবং বাকিটা শিক্ষার্থীরা বাড়িতে লাগানোর জন্য নিয়ে যায়।

চুয়াডাঙ্গা বন্ধুসভার ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ
চুয়াডাঙ্গা বন্ধুসভার ৫০০ গাছের চারা বিতরণ ও রোপণ


বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা  বলেন, ‘ এটি একটি শুভ উদ্যোগ । প্রথম আলো প্রথম থেকেই সকল বিষয়ে  ব্যাতিক্রম। আজ যে ৫০০ গাছের চারা প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে বিতরণ করা হলো, তার বেশিরভাগই একটি বড় হবে, ফুলে-ফলে ভরে উঠবে।মানুষ ও পশুপাখি এর সুফল পাবে। প্রথম আলো পরিবারকে ধন্যবাদ।’