হাওর ভ্রমণ

গত ২০ সেপ্টেম্বর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা সুনামগঞ্জের হাওর ভ্রমণের আয়োজন করে। দুদিন ব্যাপী এ আয়োজন চলে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ২০ সেপ্টেম্বর বিকেল ৫টায় বন্ধুরা ময়মনসিংহ থেকে সুনামগঞ্জের হাওরের উদ্দ্যেশে রওনা দেন। রাতে পৌছায় মোহনগঞ্জ । সেখানে ট্রলারের ছাদে চলে গানের আসর। চলে গান আড্ডা। 

সুনামগঞ্জের হাওড় পাড়ে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
সুনামগঞ্জের হাওড় পাড়ে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা

মধুপুর ঘাটে অবস্থান নিয়ে ট্রলারেই রাত্রি যাপন করেন। ভোর ৪ টায় ট্রলার চলতে শুরু করে টাঙ্গুয়ার হাওর ও ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। ৬ ঘন্টা অতিক্রম করে সকাল ১০ টায় টেকের ঘাটে পৌঁছেন। টেকের ঘাটে ৩ ঘন্টা অবস্থান করেন। এসময় শিমুল বাগান, যাদুকাটা নদী, বারেক টিলা ও নিলাদ্রি হৃদ পরিদর্শন করেন।

সুনামগঞ্জের একটি শিমুল বাগানে বন্ধুরা
সুনামগঞ্জের একটি শিমুল বাগানে বন্ধুরা

দীর্ঘ সময় ট্রলারে ভ্রমণ শেষে হাওর নিয়ে কুইজের আয়োজন করা হয় এবং তিনজন বন্ধুকে পুরস্কৃত করা হয়।

লেখক: সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা