বাল্যবিবাহ বন্ধ করলেন বন্ধুরা

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)পরিমল কুমার সরকার (বাঁ থেকে দ্বিতীয়), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী (বাঁ থেকে তৃতীয়) ও সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)পরিমল কুমার সরকার (বাঁ থেকে দ্বিতীয়), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী (বাঁ থেকে তৃতীয়) ও সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা

২৪ অক্টোবর, নিয়ামতপুর সরকারপাড়ার বাসিন্দা মো. আলমের (৩৫) কন্যা সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের কথা শুনে বন্ধুসভার বন্ধুরা গিয়ে বিয়ে বন্ধের অনুরোধ জানান। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত করেন। বিয়ের কথা অস্বীকার করায় বন্ধুরা সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। তিনি সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারকে ঘটনাস্থলে পাঠান।

ভ্রাম্যমাণ আদালত মেয়ের পরিবারের কাছে বাল্যবিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেন। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, বন্ধুসভার বন্ধু ইয়াসমিন ইলা, আবিদা সুলতানা, আসাদুজ্জামান, নিলয়, আহসান হাবীব, রায়হান, রেজাউল করিম, মিলন, প্রান্ত, লাবলু প্রমুখ।