'বন্ধুসভার একটি ভালো কাজ'

একজন মুক্তিযোদ্ধার একটি কাঁচা ঘর। ভাঙা চাল। বৃষ্টি হলে রক্ষা নেই। বৃষ্টির পানি চুইয়ে পড়ে ঘরে। নড়বড়ে ঘর। নড়বড়ে খাট। এই মুক্তিযোদ্ধার বাড়ি বাঘায়। রাজশাহীতে। সিদ্ধান্ত হলো রাতারাতি তাঁর ঘর তুলে দেওয়া হবে। টিনের ঘর। ভিটে ভরাট করা হবে মাটি দিয়ে। শুরু হলো কাজ। তরুণদের সিদ্ধান্ত সহযোগিতায় এগিয়ে এলেন মাহফুজুল হক। ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ। বর্তমানে তিনি বেঁচে নেই। তৈরি হলো ঘর। ঘর তৈরি করে দিলেন বাঘা প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। এর নাম ‘বন্ধুসভার একটি ভালো কাজ’। ঘটনাটি কয়েক বছর আগের। এবারও সারা দেশের বন্ধুরা করবেন ‘বন্ধুসভার একটি ভালো কাজ’। প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি বন্ধুসভা একটি করে বিশেষ কাজ করে থাকে। এটাকেই আমরা বলে থাকি ‘বন্ধুসভার একটি ভালো কাজ’। এবারও শুরু হয়েছে সেই প্রস্তুতি। ৪ নভেম্বর প্রথম আলোর ২০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে বন্ধুরা নানা ধরনের কাজ করেন। ভালো কাজের জন্য ২০টি বন্ধুসভাকে সেরা ঘোষণা করা হয়। বন্ধুসভাগুলোর মধ্যে চলে একটি সুস্থ প্রতিযোগিতা। কত রকমের কাজ করেন বন্ধুরা। রক্তদান, চিকিৎসা ক্যাম্প, রাস্তা পরিষ্কার করা, মজা পুকুর পরিষ্কার করা, রাস্তা সংস্কার করা, কৃষকের ধান বুনে দেওয়া, কৃষকের পাকা ধান কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দেওয়া। বিচিত্র ধরনের কাজ করেন বন্ধুরা। এবার আমরা বন্ধুদের কাছ থেকে কাজের আর​ও বৈচিত্র্য আশা করছি।
সারা দেশে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে চার দিনব্যাপী। ৪, ৫, ৬ ও ৭ নভেম্বর। বন্ধুরা এ​র যেকোনো দিন তাঁদের এই বিশেষ কাজটি করবেন। এ ছাড়া প্রতিটি বন্ধুসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন তো থাকছেই। এ বছর ১০০টি বন্ধুসভা নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। তার মধ্যে উল্লেখযোগ্য বন্ধুসভার একটি ভালো কাজ। এবারও দেখার পালা, কারা থাকে সেরা বিশে। ‘বন্ধুসভার একটি ভালো কাজ’ কথাটি শুনে আমার এক আত্মীয় বললেন, ‘মাত্র একটি ভালো কাজ? সারা বছর বন্ধুসভা আর কোনো ভালো কাজ করে না?’ আমি তাঁর কথা শুনে হাসলাম। পুরো বিষয়টি তাঁকে বুঝিয়ে বললাম। তিনি আমার কথা শুনে বললেন, ‘ধেৎ​ আমি মজা করেছি।’
প্রিয় পাঠক বন্ধুরা, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করুন ।

 লেখক: সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ