সুন্দরকে অবলম্বন করে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে

বিকেল সোয়া ৪টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা মুনমুন।

রাজবাড়ী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন
রাজবাড়ী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন


শপথ বাক্য পাঠ করান সচেতন নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, ব্যবসায়ী প্রভাত কুমার দাস, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়


সাংস্কৃতিক পর্বে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় অংশ নেয় বিটিভি, উদীচী শিল্পী গোষ্ঠী, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও বন্ধুসভার বন্ধুরা। অদম্য মেধাবী জন্ম থেকে অন্ধ সুবর্ণা দাস ও তাঁর মা কনিকা রানী দাসকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার একমাত্র অন্ধ ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । সাংস্কৃতিক পর্বে বন্ধুরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন, মিষ্টিমুখ করাসহ ফানুস উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়


অধ্যাপক মো. নুরুজ্জামান বলেন, প্রথম আলো প্রকাশের প্রথম দিন থেকে সঙ্গে আছি। এখন পর্যন্ত একটি সংখ্যা কেনাও বাদ দিইনি। এক দিন না পড়লে কেমন যেন খালি খালি লাগে। প্রথম আলোর পথচলায় আগামী দিনগুলোতেও সঙ্গে থাকতে চাই।
সিপিবি সভাপতি আবদুস সামাদ মিয়া বলেন, প্রথম আলো কখনো অন্যায়ের কাছে আপস করেনি। সত্য ও সুন্দরকে অবলম্বন করে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।