৩০ জন ছিন্নমূল শিশু পেল শিক্ষাসামগ্রী

৩০ জন ছিন্নমূল শিশুকে শিক্ষাসামগ্রী দেওয়া হয়
৩০ জন ছিন্নমূল শিশুকে শিক্ষাসামগ্রী দেওয়া হয়


গত ৪ নভেম্বর,রোববার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় বন্ধুসভার একটি ভালো কাজ হিসেবে ৩০ জন ছিন্নমূল শিশুকে শিক্ষাসামগ্রী বই, খাতা–কলম, পেনসিল–শাপলার, রাবার ও একটি করে ব্যাগসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়।
প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সবাইকে এক ঘণ্টা হাতেকমমে পাঠদান প্রদান করেন।

উপস্থিত সবাই মাদক ও জঙ্গিবাদ বিরোধী শপথপাঠ করেন
উপস্থিত সবাই মাদক ও জঙ্গিবাদ বিরোধী শপথপাঠ করেন


এ সময় উপস্থিত সবাইকে শপথপাঠ করান চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। বন্ধুসভার সদস্য মাজহারের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, স্কুলশিক্ষিক শাহজাদা খানম, অভিভাবক বিলটি রহমান, শিল্পী মৃণাল সরকার, বন্ধুসভার সভাপতি জান্নাতুল ফেরদৌস। পরে উপস্থিত সবাইকে গান গেয়ে শোনায় সুস্মিতা, সীমান্ত, মাইসা ও প্রায়র। কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার জান্নাতুল মাওয়া। এ সময় শিশু একাডেমির শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে।