বন্ধুসভার লাইফ বয়া বিতরণ

ট্রলারের যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে ভোলা প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে লাইফ বয়া বিতরণ করা হয়েছে। ৬ নভেম্বর নাছির মাঝি ঘাটে ট্রলারের মাঝিদের মধ্যে এ বয়া বিতরণ করা হয়।

নাছির মাঝি ঘাটে ট্রলারের মাঝিদের মধ্যে এ বয়া বিতরণ করে
নাছির মাঝি ঘাটে ট্রলারের মাঝিদের মধ্যে এ বয়া বিতরণ করে


এ সময় উপস্থিত ছিলেন ভোলা বন্ধুসভার শাহ বাহাউদ্দীন, মধনপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আকতার হোসেন, মধনপুর আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক ও সাংবাদিক ইকরামুল আলম, ভোলা প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার, এম শরীফ আহমেদ, লোকমান হাকিম, রাশেদুল মোমিন, মো. মোহিন, জাবেদ ফিরোজ, আদিত্য মজুমদার প্রমুখ।
প্রসঙ্গত, ভোলা সদর উপজেলার নাছির মাঝি ঘাট থেকে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মধনপুরে যাওয়ার একমাত্র মাধ্যম ট্রলার। এতে যাত্রীরা উত্তাল মেঘনায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ভোলা বন্ধুসভা ট্রলারগুলোতে বয়া বিতরণ করে।