হবিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোর ২০ বছর উদ্‌যাপন উপলক্ষে ৭ নভেম্বর বিকেলে বন্ধুসভার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  স্থানীয় সুরবিতান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও হবিগঞ্জের হাসি স্পেশাল চিলড্রেন স্কুলের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার দাস।

শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা


এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান। অনুষ্ঠানে জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকতে বন্ধুসভার বন্ধুদের শপথবাক্য পাঠ করান অতিথি তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার বন্ধু আফসা নাসরিন নাহার।

শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা


বেলা তিনটায় হবিগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে জেলা সরকারি গণগ্রন্থাগার মাঠে শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রকৃতি নিয়ে এ প্রতিযোগিতায় বিপুলসংখ্যক বিশেষ (প্রতিবন্ধী) শিশু অংশ নেয়। বন্ধুসভার জেলা সাধারণ সম্পাদক আশিষ কুমার জানান, ভালো কাজের অংশ হিসেবে এ শিশুদের জন্য তাঁরা এই প্রতিযোগিতার আয়োজন করেন। পরে অংশগ্রহণকারী সব শিশুর মাঝে পুরস্কার দেওয়া হয় বন্ধুসভার পক্ষ থেকে।

হবিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
হবিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা