বগুড়া বন্ধুসভার রক্তের গ্রুপ নির্ণয়

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিশুদের সঙ্গে বন্ধুসভার সদস্যরা
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিশুদের সঙ্গে বন্ধুসভার সদস্যরা

পথশিশুদের ‘আলোর ঠিকানা’ প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া বন্ধুসভা ৭ নভেম্বর বগুড়া শহরের অ্যাডওয়ার্ড পার্কে বস্তির সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাঠশালা ‘আলোর দিশারী’র শিক্ষার্থীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় এবং দুপুরে শিশুদের উন্নত খাবার পরিবেশন করে ।

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিশুদের খাবার পরিবেশন করা হয়
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিশুদের খাবার পরিবেশন করা হয়


দুপুর ১২টায় বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চিকিৎসাসেবা প্রদান করে বগুড়া বন্ধুসভার সাবেক সভাপতি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশুর নেতৃত্বে চিকিৎসক দল।