রবীন্দ্রনাথ

নেত্র দৃষ্টিতে তাঁর আলোকশিখা
বাঙ্‌ময় করে তোলে চিত্রলেখা।

শ্বেত চিকুর দল ছড়ায় পবিত্রতা
সাহিত্য খুঁজে পায় সার্থকতা।

তোমার কলম ছিল যাদু তুলি
রং ছোঁয়ায় হয়েছে শব্দবুলবুলি।

সাতরং ছোঁয়ায় রাঙালে মোদের
শাণিত করলে মানববোধের।

সৃষ্টিকর্মে তুমি এক সার্থক ধ্যানী
মর্ত্যলোকে তুমি অসাধারণ জ্ঞানী।

তোমাতে খুঁজে পাই বহু প্রশ্ন–উত্তর
সমাধান দাও যেন শব্দভান্ডার।

তোমার সৃষ্ট পৃথিবী যেন গীতাঞ্জলি
তোমাতে আমার সমস্ত অঞ্জলি।