চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

গত ১২ নভেম্বর ‘তারুণ্যের জয়ধ্বনি’ নামে ‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগান সামনে রেখে প্রথম আলোর ২০ বছর পূর্তি ও বন্ধুসভার ২০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বন্ধুসভার উপদেষ্টা ও আইন অনুষদের ডিন প্রফেসর এ টি এম আবু নোমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম।
চবি বন্ধুসভার সভাপতি আইন অনুষদের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ এবং আগত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানের প্রারম্ভে চবি বন্ধুসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান আইন অনুষদের ডিন প্রফেসর এ টি এম আবু নোমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

এ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন চবি বন্ধুসভার অনুষ্ঠানবিষয়ক সম্পাদক অর্ণব ভট্টাচার্য আর সহ–আহ্বায়ক মাইশা মালিহা তালুকদার। চবি বন্ধুসভার সদস্যদের চমৎকার পরিবেশনা ও অতিথি সংগঠনের বর্ণিল পরিবেশনার মাধ্যমে মুখর হয়ে ওঠে চারদিক। নাচ, গান, আবৃত্তি, অভিনয়, জাদু প্রদর্শনী সব কিছু ছিল লক্ষ্য করার মতো। দর্শকের সমাগমও কমতি ছিল না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন


অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত হয় চবি নাট্যকলা ডিপার্টমেন্টের শিক্ষামূলক নাটক অনভিপ্রেত। এরপর চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক মৌসুমি আহমেদ মিতুর সমাপনী বক্তৃতা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ইকবাল সানি ও মাইনুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার ও কাউসার রহমান, সাংগঠনিক সম্পাদক রফিক আহম্মদ সোবহানী, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দীন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে যাঁরা অংশগ্রহণ করেন তনুশ্রী বণিক, টমেশ রোয়াজা, মিজানুর রহমান, ফেরদৌস, সুরভী চাকমা, রবিউল, স্বর্ণালী বড়ুয়া, আবিদ হাসান, সুইটি সাহা প্রকৃতি, গিয়াসউদ্দীন, রাকিব উল ইসলাম, দিপাশী চাকমা, পূর্ণা চাকমাসহ অনেকে।