ছায়াময়ী

এমন নীরব সন্ধ্যা নামে না কোথাও
খুব স্বরে ডাকা দেশি কুকুরের ঘেউ
আর কাঠবিড়ালীর নির্বাক চোখে চোখে
মনের অজান্তেই ছায়া রেখে গেছে কেউ

ছায়া রেখে গেছে সুতির জামায়,
মুঠোফোনে আর দেহের নোনা জল
ছায়া মেখে আছে পাশবালিশে,
নীলপর্দায়, আধ খাওয়া কোন ফলে

ছায়া পড়ে আছে ধানের ক্ষেতে,
বাবলা ফুলে, পথের ধারের ইটে
ছায়া ধরে আছে ঘরে ফেরা পাখি,
কলেজ রোড আর জীর্ণ ছনের ভিটে

ছায়া ছায়া বলে হাহাকার করে
শুরুর প্রিয় এবং শেষের ইতি
ছায়ার আঙুলে আঙুল জোড়ে
ছায়াময়ী... তোর স্মৃতি।