দন্ত্যস রওশনের অণুকাব্য

১.
ভালো থাক
মশা মাছি পিঁপড়া
ভালো থাক
রুনু ঝুনু শিপ্রা।
২.
ভালো থাক
শালিক চড়ুই দোয়েলও
ভালো থাক
ছাই রঙা কোয়েলও।
৩.
ভালো থাক
বিপাশা বৈশাখী
ভালো থাক
জগতের সব পাখি।
৪.
ভালো থাক
কপালের টিপ
ভালো থাক
ভোলা সন্দ্বীপ।
৫.
ভালো থাক
পাঞ্জাবি শাড়ি
ভালো থাক
ঘর দোর বাড়ি।
৬.
ভালো থাক
ভালো রাজনীতি
ভালো থাক
লালনের গীতি।
৭.
ভালো থাক
সব ভাইবোন
ভালো থাক
শরীর ও মন।
৮.
ভালো থাক
সব বন্ধুরা
ঘুরে এসো
বকচর–বান্দুরা।
৯.
ভালো থাক
রবীন্দ্র–নজরুলগীতি
বেড়ে যাক
মহা–সম্প্রীতি।