তোমারেই যেন ভালোবাসিয়াছি

ফাহিম উ​দ্দীন শা​ওন
ফাহিম উ​দ্দীন শা​ওন

আট বছর ধরে আবৃত্তি চর্চায় জড়িয়ে আছেন শাওন। ফাহিম উদ্দীন শাওন। আমাদের চট্টগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি।
ফোনে বললাম, ‘ফাহিম, তোমার কণ্ঠে একটি আবৃত্তি শুনতে ইচ্ছে করছে।’ তিনি কোনো রকম সংকোচ, দ্বিধা না করে শুরু করে দিলেন আবৃত্তি। ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি…’।
মনটা ভালো করে দিলেন ফাহিম।
ফাহিম আবৃত্তি সংগঠন ‘প্রমা’তেও কাজ করেন। এ পর্যন্ত এক শরও বেশি অনুষ্ঠানে আবৃত্তি করেছেন। একক, বৃন্দ সব ধরনের আবৃত্তিতেই অংশ নেন তিনি।
কবি মহাদেব সাহা, পূর্ণেন্দু পত্রী, রফিক আজাদ, রবীন্দ্রনাথের কবিতা তিনি বেশি আবৃত্তি করেন।
আমরা আশা করি আমাদের বন্ধু ফাহিম উদ্দীন শাওন একজন বড় মাপের আবৃত্তিকার হয়ে উঠুন।