নাচ-গানের উৎসবে

মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা
মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা

মঞ্চে নাচ ও গানের জমজমাট আয়োজন। গানের সুর ও নৃত্যের ছন্দে মুগ্ধ দর্শক। এ চিত্র ৭ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘মিউজিক ও ড্যান্স ফেস্ট ২০১৮’ শিরোনামের আয়োজনের।
চতুর্থবারের মতো এ আয়োজন করে জয়ধ্বনি চুয়েট। এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া ছিল প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার দলীয় পরিবেশনা।

মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা
মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা

নৃত্যের ছন্দে এ আয়োজনে দর্শকদের মাতিয়ে তোলেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। ২০ মিনিটের পরিবেশনায় নৃত্যের ছন্দে মা, মাটি ও মানুষের কথা তুলে ধরা হয়।
নৃত্যের কোরিওগ্রাফিতে উঠে আসে বিভিন্ন দুর্যোগে বন্ধুদের এগিয়ে যাওয়ার চিত্র, সব সময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চিত্র। চট্টগ্রাম বন্ধুসভার ১২ জন বন্ধু এ নৃত্য পরিবেশনায় অংশ নেন।
নৃত্য নির্দেশনায় ছিলেন স্বস্তিকা সেনগুপ্ত ও মিথিলা বড়ুয়া।

মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা
মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা


এর আগে আয়োজনের প্রথম পর্বে ছিল সংগীতের পরিবেশনা। সন্ধ্যা ছয়টায় ‘সহজ মানুষ’ শিরোনামের গানের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরিবেশন করেন সৈকত আমানত।
ঘণ্টাব্যাপী সংগীত উৎসবের আয়োজন শেষ হয় সেমন্তী বড়ুয়ার ‘তোমাকে বুঝি না প্রিয়’ শিরোনামের গানের পরিবেশনার মধ্য দিয়ে।

মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা
মিউজিক ও ড্যান্স ফেস্টে চট্টগ্রাম বন্ধুসভা


এরপর মঞ্চে ওঠে ব্যান্ডদল ‘জেকস্টান’। ‘হাসিমুখ’, ‘ফেরারী’, ‘প্রত্যাবর্তন’সহ বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড সংগীত পরিবেশন করেন তাঁরা। ছিল চুয়েটের শিক্ষার্থীদের ভরতনাট্যম নৃত্যের পরিবেশনা।
একে একে ক্লাসিক্যাল, হিপহপ, মডার্নসহ নাচের বিভিন্ন ধরন তুলে ধরা হয়। সবশেষে ব্যাটল ডান্স পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।