বীর প্রতীক তারামন বিবি

রাজিবপুরের রাজা না হলেও তুমি মুক্তিযুদ্ধের রানি
স্বীকার করছি একাত্তরে তোমার অবদান কতখানি।
ষোলো কোটি মানুষ আজীবন রাখবে তোমায় মনে
তুমি আছ ও থাকবে বাংলাদেশের সকল হৃদয়কোণে।

ছবির মতন এ দেশে তুমি, নও নও যে শুধুই ছবি
রণাঙ্গনে ও সমর যুদ্ধে, তুমি বীর প্রতীক তারামন বিবি।
বেগম রোকেয়া হওনি তুমি, হওনি কবি সুফিয়া কামাল
তাতে কী হয়েছে? তুমি যে হয়েছ অগ্নিকন্যা দামাল।

তোমার তেরো বছরেই, তেরো শত নদী অবাক তাকিয়ে রয়
তুমি অস্ত্র দিয়ে যুদ্ধ করেছ, তবু এতটুকু ছিল না ভয়।
এগারো নম্বর সেক্টরে ছিলেন অকুতোভয় ১১ জন ওরা
বাজিতে জীবন বাঁচালে ভাইকে তুমি সত্যিই ধ্রুব তারা।

তুমি কুড়িগ্রামের কৃতী সন্তান দ্রোহী বিদ্রোহী দাবানল
সাহস দিয়ে মুক্তিসেনাদের তুমি জুগিয়েছ মনোবল।
উচ্চ শিক্ষা-ডিগ্রি ছিল না, শুধু ছিল দেশের প্রতি টান
তাই তো তোমার মেধায় মরেছে পাক সেনা শয়তান।

তুমি শেখ মুজিবের বিজয়িনী বীর এবারের সংগ্রাম
তুমি রক্ত দিয়ে বীরত্বগাথা, কোন ইতিহাসে লেখা নাম।
তুমি কাজী নজরুলের কবিতা কন্যা আঁধারে ধূমকেতু
তুমি মুক্তিযুদ্ধের অম্লান স্মৃতি, তুমি শান্ত ধরলা সেতু।

নাচোলের ইলা মিত্র তুমি, তুমি অপরাজিতা এ বাংলায়
তুমি সৈয়দ হক, নুরলদীন, ‘জাগো বাহে কোনঠে সবায়’।
পাললিক সৌন্দর্যের ভূমি, তুমি ভাওয়াইয়া গানের ধাম
তোমার ত্যাগের মূল্য হয়তো হতে পারত অনেক দাম।

তুমি আমাদের চির অবিস্মরণীয়, তুমি যে অহংকার
আবার তোমার প্রয়োজন হলে, এসো তুমি বারবার।
যদিও তোমায় নিয়ে লেখেননি নজরুল-সুকান্ত ও রবি
তবুও তুমি আমাদের গর্ব, আমাদের বীর তারামন বিবি।

বীর প্রতীক তারামন বিবি তুমি সকল নারীর নান্দনিক
রণাঙ্গনে ও রণভূমে তোমার, ভূমিকাটা যে ছিল নির্ভীক।
তোমার জন্যে দিকে দিকে আজ হবে গল্প, কবিতা সবই
আবার আসিবে ফিরে, বীর প্রতীক, প্রিয় তারামন বিবি।
আবার আসিবে ফিরে, বীর প্রতীক, প্রিয় তারামন বিবি।