৪৭ এর ১৬

শিক্ষার্থী ও বন্ধুরা মিলে এই বিজয়ের মাসের শুরু থেকেই ছবি তুলে বিজয়ের উল্লাস করছেন।
শিক্ষার্থী ও বন্ধুরা মিলে এই বিজয়ের মাসের শুরু থেকেই ছবি তুলে বিজয়ের উল্লাস করছেন।


বিজয়ের উল্লাসে প্রতিবছরের মতো এবারও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপিত হতে যাচ্ছে বিজয় দিবস উপলক্ষে হওয়া অনুষ্ঠান ‘৪৭ এর ১৬’।
বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বন্ধুসভাসহ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছরই হয় বিজয়ের উল্লাস। কখনো তা ‘৪৩ এর ১৬’, তো কখনো ‘৪৪’। এবার বিজয়ের ৪৭তম বছর উদ্‌যাপন করবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়; যা ‘৪৭ এর ১৬’ নামে উদ্‌যাপিত হবে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধুরা মিলে এই বিজয়ের মাসের শুরু থেকেই ছবি তুলে বিজয়ের উল্লাস করছেন।

শিক্ষার্থী ও বন্ধুরা মিলে এই বিজয়ের মাসের শুরু থেকেই ছবি তুলে বিজয়ের উল্লাস করছেন।
শিক্ষার্থী ও বন্ধুরা মিলে এই বিজয়ের মাসের শুরু থেকেই ছবি তুলে বিজয়ের উল্লাস করছেন।


সেই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসের শুরু থেকে প্রধান ক্যাম্পাসে ছবি তোলা হচ্ছে লাল মানচিত্র ও সবুজ ব্যাকগ্রাউন্ড থিমের ওপর ভিত্তি করে এবং স্থায়ী ক্যাম্পাসে ছবি তোলা হচ্ছে বিজয়ের এই মাসে প্রত্যেকের একটি করে শপথের সঙ্গে। যেখানে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই অংশগ্রহণ করছেন, ছবি তুলছেন। বিজয়ের এই ৪৭তম বছরে সবার ফেসবুক প্রোফাইল এই ৪৭ এর ১৬–এর ছবি দিয়ে সাজবেন।

বিজয়ের রঙে রঙিন হোক সবার জীবন। সবার বুকে বাংলাদেশের মানচিত্র অঙ্কিত থাকুক, সেই সঙ্গে সবার নেওয়া শপথ বাস্তবায়িত হোক—এটাই হোক এবারের বিজয় দিবসে আমাদের আহ্বান।