নানা আয়োজনে ভৈরবে বন্ধুসভার কমিটি গঠন

বার্ষিক সভার উদ্ভেধন
বার্ষিক সভার উদ্ভেধন

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে ভৈরব বন্ধুসভার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গঠিত হয়েছে ২০১৯ কার্যকরী পর্ষদের কমিটি। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল। সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে গেল কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন তুষারকে।
গত শুক্রবার পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়কের কাছে অবস্থিত ভৈরব আইডিয়াল স্কুলের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

নতুন কমিটি ঘোষাণা
নতুন কমিটি ঘোষাণা


সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন কাজল, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, ভৈরব বইমেলা পরিষদের সাবেক সভাপতি আতিক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়্যবা, নাট্য সংগঠক সাগর রহমান।

ভৈরব সভার নতুন কমিটি ২০১৯
ভৈরব সভার নতুন কমিটি ২০১৯


উদ্বোধনী অনুষ্ঠানটি বিদায়ী কমিটির সভাপতি আরাফাত ভূঁইয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রিদম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, লুবনা হক, জাহিদুল হক জাবেদ, জনি আলম, সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ওয়াহিদা আমিন পলি, সংগীতশিল্পী রাকিব মোসাব্বির, সংগঠনের সদস্য মনিরুজ্জামান মুন্না।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে ২০১৭-১৮ কমিটির বিভাগীয় সম্পাদক ও উপদেষ্টাদের হাতে স্মৃতিস্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিদায়ী কমিটির পক্ষ থেকে নতুন কমিটির কাছে একটি আলোকচিত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন


অনুষ্ঠানে সব বিভাগের বিভাগীয় সম্পাদকেরা লিখিত প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনের ফাঁকে ফাঁকে চলে মজাদার পর্ব। নাচ পরিবেশন করেন বন্ধু সানজিদা সিদ্দিকী ও জান্নাতুল প্রীতি। অনুষ্ঠানে এক সুহৃদ নিয়ে আসেন এক বালতি মিষ্টি। কমিটি গঠনের পর দুই শতাধিক কর্মীকে মিষ্টিমুখ করানো হয়। বন্ধু সুমাইয়া হামিদ দিয়া সব বন্ধুর জন্মদিনকে উৎসর্গ করেন নিজ হাতে তৈরি করে আনা একটি কেক কাটার মাধ্যমে।

অনুষ্ঠানে হাস্যউজ্জল বন্ধুরা
অনুষ্ঠানে হাস্যউজ্জল বন্ধুরা


কমিটির সদস্যরা হলেন সভাপতি আসাদুজ্জামান সোহেল, সহসভাপতি প্রিয়াংকা, নাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদরাতুল রশিদ পিয়াল, সামিয়া সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক অর্ণব গণি, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাফিস রহমান, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সানজিদা সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক হুমায়রা তাসনিম তানশি, পাঠচক্র সম্পাদক সুমাইয়া হামিদ দিয়া, সাহিত্য সম্পাদক ইকরাম বক্স, নারী সম্পাদক জ্যোতি রোজানা, যোগাযোগ সম্পাদক হৃদয় ইভান, যোগাযোগ সম্পাদক মো. সিয়াম, প্রচার সম্পাদক হাসান মো. শরীফ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মেহের আফরিন মোহনা, ক্রীড়া সম্পাদক গাজী রাহিদ হাসান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক জান্নাতুল প্রীতি, পাঠাগার সম্পাদক তানিয়া বেগম, সমাজকল্যাণ সম্পাদক রনি আহমেদ, পরিবেশ সম্পাদক আফিছা আলী শ্রাবণী, মানবকল্যাণ সম্পাদক শাহরিয়ার জয়।