গাঁয়ের ছবি

শীত এল বছর ঘুরে
সূয্যি দিল ঘুম,
আবার ফিরে এল রে ভাই
পিঠাপুলির ধুম।

শীত এলে গাঁয়ের মানুষ
বেলা করে ওঠে!
শিশিরকণা মুক্ত হয়ে
ঘাসের বুকে ফোটে।

শীত এলে আকাশজুড়ে
ওড়ে কত পাখি,
এসব দেখে অবাক চেয়ে
গাঁয়ের ছবি আঁকি।

শীত এলে চাষির মুখে
ফোটে মধুর হাসি,
নতুন ধানে ভরে গোলা
স্বপ্ন বোনে রাশি।