অনলাইন জগৎ

ফেসবুক নিয়ে কথা। ছবি: আশেকুর রহমান
ফেসবুক নিয়ে কথা। ছবি: আশেকুর রহমান


মাঝেমধ্যে মনে প্রশ্ন জাগে, কী হতো যদি ফেসবুক না থাকত? আমরা কি আসলেই এভাবে সারাদিন ইন্টারনেটে ঘুরপাক খেতাম? হয়তো তখন ফেসবুকের বিকল্প হিসেবে অন্য কিছু থাকত। সেটা কেমন হতো তা নিয়ে যদিও আমার মাথাব্যথা নেই। আমরা না হয় যেটা আছে সেটা নিয়েই কথা বলি। অনেক মানুষ আছে, যারা ফেসবুক কী, সেটাও এখনো ঠিকমতো জানে না। তারা ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে কোনো তফাত খুঁজে পায় না। আমার মনে আছে, একদিন আমি আর আমার এক বন্ধু ছাদে দাঁড়িয়ে গল্প করছিলাম ফেসবুক নিয়ে। হঠাৎ পেছন থেকে এক চাচি বলে উঠলেন, ইন্টারনেট ভালো না। আমরা কী বলব! কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রস্থান করলেন। যদিও আমাদের তরুণসমাজ এ বিষয়ে অনেক এগিয়ে। খুব কম ছেলে-মেয়েই পাওয়া যাবে, যাদের ফেসবুক আইডি নেই। অবশ্য তাদের মধ্যে অনেকে মনে করে, ফেসবুক মানে শুধুই চ্যাটিং, ফটো আপলোড দেওয়া, চেক-ইন দেওয়া ইত্যাদি। আসলে ফেসবুকের মহত্ত্ব এসব জিনিস থেকে বহুগুণ বেশি। আশা করি, এই নীল–সাদা দুনিয়ার প্রতিটি সুযোগ আমাদের তরুণসমাজ কাজে লাগাবে। 

লেখক: শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।