জ্বলে শুধু ধূপ

শব্দের আড়ালে জীবন
নিঃশব্দে খুঁজে ফিরি ভোরের শিশির
গাঁথি মালা ঝিনুক স্বপ্নের

ধূপছায়া আঁধারে জোনাক চাদর জড়িয়ে
নিঃসঙ্গ একা চলি পায়ে পায়ে
অনুভবে কাছে পাই আনন্দ সুখলিপি নক্ষত্রের গায়ে।

স্মৃতির রণেুতে কার্তিকের ফসলি তাপ পুড়ে
কাঁচা পাকা সোনা ধানে অঘ্রানের মাঠজুড়ে
সাথি সোনাঝুরি একরাশ সুখ-কাঁদে নিশির শিশিরে ।