ওরাও থাকুক ভালোবাসার ওমে

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে আমার চুয়াডাঙ্গা নামের স্বেচ্ছাসেবী সংগঠন
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে আমার চুয়াডাঙ্গা নামের স্বেচ্ছাসেবী সংগঠন


‘ওরাও থাকুক ভালোবাসার ওমে’ শিরোনামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে আমার চুয়াডাঙ্গা নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
১ জানুয়ারি, ২০১৯ মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ী গ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝে এবং দিগড়ী কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন আসিফ আনজুম পিয়াস, আবদুল্লাহ আল মামুন, সুজন মাহমুদ বিহাল, বিজয় আহমেদ, প্রদীপ কুমার, আবদুল ওহাব, পার্থ দাস নিখিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সমাজসেবক মো. খাইরুল বিশ্বাস বলেন, ‘এই কন কনে শীতে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার চুয়াডাঙ্গা সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ।’
এ কর্মসূচির সমন্বয়ক আবদুল ওহাব বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় শীতের প্রভাব বেশি। গ্রামের দরিদ্র, অবহেলিত মানুষগুলো যাতে শীতে কষ্ট না পায়, এ জন্যই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। হৃদয়বান মানুষের সহযোগিতায় আমরা এই আয়োজন করেছি।’
‘আমার চুয়াডাঙ্গা’ মূলত একটি ফেসবুক ভিত্তিক সংগঠন জেলার তরুণদের দ্বারা পরিচালিত হয়। জেলা সদরের দিগড়ী গ্রামের বিলপাড়ার তরুণদের দ্বারা এটি পরিচালিত হয়। বর্তমানে তাঁরা সাংগঠনিকভাবে উন্নয়নমুখী নানা কাজে নিজেদের যুক্ত রেখেছেন।