মোহিত কামালের ৬০তম জন্মদিনে প্রকাশনা উৎসব

কথাসাহিত্যিক মোহিত কামাল।   অলংকরণ: মাসুক হেলাল
কথাসাহিত্যিক মোহিত কামাল। অলংকরণ: মাসুক হেলাল

প্রথম আলো বন্ধুসভার সাবেক উপদেষ্টা ও কথাসাহিত্যিক মোহিত কামালের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রকাশনা উৎসবের আয়োজন করেছে অনিন্দ্য প্রকাশ।
আগামীকাল ১১ জানুয়ারি শুক্রবার তাঁর প্রকাশিত ‘উপন্যাসসমগ্র ১ মনভুবন’, ‘উপন্যাসসমগ্র ২ চলার পথের ফাঁদ’ ও ‘উপন্যাসসমগ্র ৩ জীবনঝঞ্ঝা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
এ উৎসবে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। কবি কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে আলোচনা করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস ও শিশুসাহিত্যিক আখতার হুসেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
অনুষ্ঠানটি হবে বিকেল চারটায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে। বন্ধুরা সবাই আমন্ত্রিত।