রাজশাহী বন্ধুসভার পিঠা উৎসব

পিঠা প্রদর্শনের জন্য নেই কোনো স্টল, নেই ক্রেতা–বিক্রেতা। আছেন নানা রকমের পিঠা বানানোর কারিগর। আর সেই সব কারিগর হলেন রাজশাহী বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুদের উদ্যোগে অসহায়দের পিঠা খাওয়ানোর কর্মসূচি
বন্ধুদের উদ্যোগে অসহায়দের পিঠা খাওয়ানোর কর্মসূচি


রাত ১০টা। রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে মর্জিনা ঘুমানোর সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, এমন সময় পিঠার প্যাকেট হাতে নিয়ে বন্ধুসভার বন্ধুরা উপস্থিত। প্যাকেট হাতে পেয়ে পিঠা দেখে মলিন হাসি দিয়ে বলেন পিঠা! পাশে ঘুমিয়ে থাকা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে আনন্দে পিঠা খেতে থাকেন।

১৩ জানুয়ারি রাজশাহী বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে অসহায়দের পিঠা খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থানরত অসহায়দের মধ্যে এই পিঠা বিতরণ করা হয়। সারা দিন ফারুক স্যারের বাসায় বন্ধুসভার বন্ধুরা মিলে সকাল থেকে শুরু করে দিনভর নানা প্রকারের পিঠা তৈরি করা হয়।

রাজশাহী বন্ধুসভার বন্ধুরা
রাজশাহী বন্ধুসভার বন্ধুরা


পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভা, বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও বরেন্দ্র বন্ধুসভার বন্ধুরা। উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান রাঙ্গা, রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেন।